চ্যারেটি সংস্থা `হেল্প ফর চেইঞ্জে এর আয়োজনে লন্ডনে দাঁতের সমস্যা ও সমাধান এবং সচেতনা বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীন এলাকার একটি হলে বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী`র সভাপতিত্বে ও চ্যারেটি সংস্থা `হেল্প ফর চেইঞ্জে এর সিও আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্টিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ডাক্তার শাহ জালাল সরকার,আলোচনা পেশ করেন ই ২ ডেন্টিস্ট এর প্রিন্সিপাল ডাক্তার সোনিয়া জেবিন,ডাক্তার আবু তাহের মোহাম্মদ বাহার,ডাক্তার কে এম সাকিল হোসাইন,সংস্থার চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সিকদার,ট্রাস্টি ফারহানা রহমান, কমিনিটি লিডার জেবুন নাহার জেবু প্রমূখ।
সেমিনারে বক্তারা মানুষকে হেল্থ সম্পর্কে সচেতন করতে সকল পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।তারা বলেন, টাওয়ার হ্যামলেটস বারায় মানুষের ৭৭ পার্সেন্ট গাম ডিজিজ রয়েছে,এর মধ্যে বেশীর ভাগ এশিয়ান কমিনিটির মধ্যে,আসলে আমরা দাঁত নিয়ে সচেন নই।
বিভিন্ন রোগ থেকে সচেতন হতে চ্যারেটি সংস্থা `হেল্প ফর চেইঞ্জে আয়োজনে আগামিতে যে সকল সেমিনারে আয়োজন করা হবে এত কমিনিটির সকল বয়সীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন এর আয়োজক আব্দুল আউয়াল তালুকদার।সভায় আগতরা মানুষরে মধ্যে সচতেনতা সৃষ্টির লক্ষ্যে এধরণের আরো সেমিনার করার আহবান জানান।
বাংলাপেইজ/এএসএম