করোনাভাইরাসের এবং বৈশিক দুর্ভিক্ষের কারণে বাংলাদেশকে যেন দুর্ভিক্ষের কবলে পড়তে না হয় সেজন্য জনগণকে সচেতন হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্ভিক্ষ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে সচিবদের সভায় সূচনা বক্তব্যে এমন নির্দেশনা দেন তিনি।
শেখ হাসিনা বলেছেন, ‘এটি আমার কথা নয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বলা হচ্ছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ‘দুর্ভিক্ষ আমাদের দেশকে কখনই যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য এখন থেকেই আমাদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’
সভায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রস্তাব বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়া, অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প নির্ধারণ, রফতানি বহুমুখীকরণ, বিনিয়োগ আকৃষ্ট করা, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা এবং প্রতি ইঞ্চি পতিত জমি চাষের অধীনে নিয়ে আসার জন্য জনগণকে সচেতন করা এবং বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়া।
বাংলাপেইজ/এএসএম