Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঅপহৃত ব্যবসায়ীকে জীবিত উদ্ধার

অপহৃত ব্যবসায়ীকে জীবিত উদ্ধার

মেহেদী হাসান নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সাভারের আশুলিয়া এলাকার ঘটনা। অপহরণের ছয় দিন পর উদ্ধার করা হয়েছে অপহৃত ওই ব্যক্তিকে।

অপহরণের শিকার মেহেদী হাসানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। দীর্ঘদিন ধরে তিনি আশুলিয়ায় ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন।

অপহরণের দায়ে গ্রেফতারকৃতরা হলেন- কেরামুন হোসেন সম্রাট (৩৪), আব্দুল আউয়াল (৫০), বাবুল মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫১), তার স্ত্রী খাদিজা (৩৮) ও রাসেল মিয়া (৩৮)। রোববার ভোরে গ্রেফতার করার পর আজই তাদের আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানার ওসি মামুন আল কবির জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালায়। ভোরে অপহরণ হওয়া ব্যবসায়ীকে টাঙ্গাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়।

গত ২২ নভেম্বর আশুলিয়ার শিমুলতলা এলাকায় নিজ ফার্নিচার দোকানে বসেন মেহেদী হাসান। রাত আটটার দিকে একটি মাইক্রোবাস তার দোকানের সামনে এসে দাঁড়ায়। পরে সেই মাইক্রোবাস থেকে কয়েকজন বের হয়ে তার দোকানে যান এবং জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments