কাতার বিশ্বকাপে জয়ে ফিরল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। রোববার ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরুতেই উত্তর আমেরিকার দেশটির হয়ে বিশ্বকাপ ইতিহাসে কানাডাকে প্রথম গোলের উপলক্ষ এনে দেন আলফনসো ডেভিস। তবে প্রথমে গোল করেও গতবারের রানার্সআপদের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট পাওয়া দলটি।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুতেই দ্রুততম গোলের রেকর্ড গড়েন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিস। কাতারে অনুষ্ঠিত এবারের আসরের ২৬ ম্যাচের ১৪টিতেই প্রথমার্ধ গোলহীনভাবে শেষ হয়েছে। শুরুতে তেমন গোলের দেখা মিলে নি।
এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ডটা ছিল ৬ মিনিটের। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোর সেই রেকর্ডটা আজ ভেঙে দিলেন আলফনসো ডেভিস। ৬৮ সেকেন্ডে গোল করে কানাডার ইতিহাসে বিশ্বকাপের প্রথম গোল ও এই আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়লেন বায়ার্ন তারকা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে প্রথমার্ধে দুই গোল করে লিড নিয়ে বিরতিতে যায় লুকা মড্রিচের দল। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয় কানাডা।
তবে ক্রোয়েশিয়ানদের দাপটে পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের জায়ান্টরা। ক্রোয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের।
বাংলাপেইজ/এএসএম