Saturday, October 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকপাল্টে গেল মাঙ্কিপক্সের নাম

পাল্টে গেল মাঙ্কিপক্সের নাম

মাঙ্কিপক্স নামটি নিয়ে অভিযোগ অনেক দিনের। শব্দটি বর্ণবাদী ও কলঙ্কজনক উল্লেখ করে অনেকেই দীর্ঘদিন ধরে ভাইরাসটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে মাঙ্কিপক্সের নতুন নাম দেওয়া হয়েছে। রোগটির নতুন নাম এখন থেকে এমপক্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার (২৮ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানায়।

ঘোষণায় বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পর এখন এই ভাইরাস এবং রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নামটি ইংরেজি ভাষাসহ অন্যান্য ভাষায়ও সহজেই ব্যবহার করা যাবে।

১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল বলে এর নামকরণ হয় মাঙ্কিপক্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১১০টি দেশের প্রায় ৮১ হাজার ১০৭টি মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা ঘটে এবং এতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments