বাংলাদেশের জনগণের জন্য যুক্তরাজ্যের ভিসা দিল্লির পরিবর্তে ঢাকা থেকে যাতে ইস্যু করা হয়, সে জন্য ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৩০ নভেম্বর) শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সৌজন্য সাক্ষাৎকালে সহযোগিতা কামনা করেন স্পিকার।
এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়া সাক্ষাৎকালে তারা যুক্তরাজ্য-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাপেইজ/আইকে