স্টেডিয়ামে গ্যালারিতে বসে খেলা উপভোগে করতে পারবে সমকামীরা।সেজন্য তাদের কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে আয়োজক দেশটি। সেই শর্ত হলো— কাতারে সমকামীদের অধিকারের পক্ষে কোনোভাবেই কোনো প্রকার প্রচারণা চালানো যাবে না।
বুধবার কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি জার্মানির দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক বিল্ডকে সাদ শেরিদা আল কাবি বলেন, ‘তারা (বিভিন্ন দেশের সমকামী লোকজন) যদি কাতারে আসতে চায়, আমাদের কোনো সমস্যা নেই; কিন্তু সমস্যা হলো নিজেদের চিন্তা-ভাবনা, পছন্দ-অপছন্দ অনুযায়ী অন্যদের পরিচালিত করার চেষ্টা করার ব্যাপারটি। পশ্চিমা দেশগুলোর অনেকের মধ্যেই এই প্রবণতা লক্ষ্য করা যায়।’
‘আপনি যদি আপনার বিশ্বাস কিংবা পছন্দ-অপছন্দে আমাকে আস্থা স্থাপন করতে বলেন, অর্থাৎ সরাসরি বললে— আপনি যদি চান যে আমি প্রকাশ্যে এ কথা বলি যে— আমি সমকামীদের অধিকারে বিশ্বাস করি, সেক্ষেত্রে ব্যাপারটি কিন্তু কেবল এখানেই থেমে থাকবে না।’
সূত্র : রয়টার্স
বাংলাপেইজ/এএসএম