আবু হাসান আল-হাশিমি আল- কোরায়শি নামে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ এক নেতা নিহত হয়েছেন।
বুধবার আইএসের পক্ষ থেকে দেওয়া এক অডিওবার্তায় নিশ্চিত করা হয়। আবু হাসান আল-হাশিমি আল কোরায়েশির মৃত্যু কিভাবে হালো সেটা বলা হয়নি ওই বার্তায়। বলা হয়েছে, ‘আল্লাহর শত্রুদের সঙ্গে যুদ্ধে তিনি শহীদ হয়েছেন।’
ইতোমধ্যে নতুন একজন শীর্ষ নেতাও বেছে নিয়েছে শীর্ষ সন্ত্রাসীগোষ্ঠী। নতুন নেতার নাম হলো আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়শি।
২০১৪ সালে উল্কার বেগে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠিত করে আইএস। কিন্তু তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। তার দু’বছর পর, অর্থাৎ ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়।
সূত্র : এএফপি
বাংলাপেইজ/এএসএম