দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ আগে ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও সম্মতি আছে।
প্রসঙ্গত, বুধবার (৩০ নভেম্বর) করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
আইকে