ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার এ ঘটনায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খাঁন, উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস, দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল, ফরিদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক সিরাজ মৃধা, শেখর ইউপি সদস্য (মেম্বার) বরকত মোল্যা, আবু নাসির মোল্যা ও মুরাদ।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাছ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ ৪টি ককটেল উদ্ধার করে।
আইকে