যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই বিএনপি সমাবেশ করবে, বলে আশা ব্যক্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, এখনো সময় আছে, আমরা অপেক্ষা করব। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা করি।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা সমাবেশ করবে।
জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্তের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত জানাবো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
আইকে