এবারের বিশ্বকাপে শেষ ষেলোতে এশিয়ার ছিল দুটি দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। আগে জাপানের পর ওই পথে পাড়ি দিল এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছে তারা।
মঙ্গলবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচে রীতিমতো গোল উৎসবে মেতেছে ব্রাজিল। খেলার সপ্তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সার রাফিনিয়ার পাসে গোলটি করেন এই রিয়াল তারকা। খেলার ১১ মিনিটে ডি-বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন কোরিয়ার ইয়ং জুং। এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার।
২৯ মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল করেন রিচার্লিসন। ৩৬তম মিনিটে ব্যবধান ৪-০ করে ফেলেন লুকাস পাকেতা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল।
প্রথমার্ধে ব্রাজিল গুণে গুণে ৪ গোল দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ম্যাচটা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা। তবে কোরিয়ানরা হাল ছাড়েনি। ম্যাচের ১৪ মিনিট বাকি থাকতে এক গোল শোধ করেছে দলটি। দিয়েছে ম্যাচে ফেরার ইঙ্গিত।
ম্যাচের ৭৬ মিনিটে ফ্রি কিক পায় কোরিয়া। ব্রাজিল রক্ষণ তা ঠেকিয়ে দেয়। তবে বক্সের কোণায় থাকা পাইক সিউং হো বলটা পেয়ে যান। এরপরই দারুণ এক হাফ ভলিতে বলটা নিয়ে আছড়ে ফেলেন ব্রাজিলের জালে, গোলরক্ষক অ্যালিসন নাগালই পাননি বলের। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বাংলাপেইজ/এএসএম