Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথ পৌরসভার  প্রথম মেয়রের দায়িত্ব  নিলেন মুহিব

বিশ্বনাথ পৌরসভার  প্রথম মেয়রের দায়িত্ব  নিলেন মুহিব

বিশ্বনাথ প্রতিনিধি:: নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন নববর্িাচিত মেয়র মুহিবুর রহমান। সোমবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক নুসরাত জাহান’র থেকে এ দায়িত্ব করেন তিনি। এসময় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলগণও তাদের স্ব-স্ব দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথকে উন্নয়নে রুপান্তরিত করতে হবে। সকল প্রকার দুর্নীতিকে বিতাড়িত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পৌরসভার প্রথম মেয়র মুহিব বলেন, জনগনের উন্নয়নের লক্ষে পৌঁছে যাওয়ার জন্য আমাকে নির্বাচিত করেছেন। বিশ্বনাথ পৌরসভায় অবকাঠামো উন্নয়নসহ টেকনিক্যাল কলেজ, মহিলা স্কুল এন্ড কলেজ, ময়লা আবর্জনা পরিস্কার ও প্রেসক্লাবের জন্য ভবন নির্মান’সহ মানুষষের জন্য টেকসই উন্নয়ন করতে চাই। তাই জনপ্রতিনিধি ও প্রশাসনেরসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে একটি মডেল পৌরসভা গড়ে তুলবেন।
নুসরাত জাহান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন। উদ্যোক্তা সুরমান আলী সুমন’র পরিচালনায় অনুষ্ঠানে আরও দেন, মহিলা কাউন্সিলর রাশনা বেগম, কাউন্সিলর রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, এমদাদুর রহমান মিলাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান লিলু, সিরাজুল ইসলাম প্রমুখ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments