কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বেশি লোক দেখানোর জন্যই বিএনপি নয়াপল্টনের রাস্তায় বিভাগীয় সমাবেশ করতে চায়।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে মাঠ খালি পড়ে থাকার শঙ্কা রয়েছে। তাই বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে পল্টনের রাস্তায় সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি আবারও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো মূল্যে সেটা প্রতিহত করব। এটা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। আগামী নির্বাচন পর্যন্ত যেকোনো মূল্যে আমরা সাধারণ মানুষকে সুরক্ষা দেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
আইকে