রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে প্রিজনভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
এ ছাড়া বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুস সালাম, আমান উল্লাহ আমানসহ অসংখ্য নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
এদিকে বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ সময় বিএনপির অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নিতে দেখা যায়।
এর আগে, এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইকে