রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি নিজেদের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশের বাধায় ঢুকতে না পেরে পরে তিনি বিজয়নগরের নাইটিংগেল মোড় থেকে ফেরত যান।
এর আগে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দুই মামলায় হাজিরা দেন মির্জা ফখরুল। পরে কাকরাইল হয়ে পল্টনে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। পরে বিজয়নগরের নাইটিংগেল মোড় থেকে ফেরত যান বিএনপি মহাসচিব।
এর আগে তার সঙ্গে তর্কে জড়ান পুলিশ সদস্যরা।
এ সময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই। পুলিশের ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি (ফখরুল) কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না।
ফিরে যাওয়ার সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ১০ তারিখের শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সরকারের হীন পরিকল্পনা করছে।
এদিকে আজ সকাল থেকেই নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এনআডি ব্যতীত কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।
আইকে