২৪ তারিখে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। তবে সেই তারিখ থেকে সরে এসেছে তারা। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে দিয়ে ৩০ ডিসেম্বর গণমিছিল করার কথা ভাবছে বিএনপি।
এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা সময়ের আলোকে বলেন, আমরা তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের দিনে গণমিছিল করতে চাই। তবে ঢাকা বিভাগ বাদে অন্য সব বিভাগে ২৪ ডিসেম্বর গণমিছিল হবে।
গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ৩০ ডিসেম্বর থেকেই আমরা যুগপৎ আন্দোলনের যাত্রা শুরু করতেই চাই। ২০১৮ সালের এই দিনে দেশে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে। তাই এই দিনেই আন্দোলনের গোড়াপত্তন করতে চাই।
এর আগে গত শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলো নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। তিনি জানান, ১০ দফা দাবি আদায়ে গণমিছিল তাদের প্রথম কর্মসূচি।
বাংলাপেইজ/এএসএম