উত্তর আফ্রিকার দেশ মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। তার আগে রাজধানী প্যারিস ও ফ্রান্সের ভূমধ্যসাগরীয় কিছু অঞ্চলে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব এলাকায় মরক্কান বংশোদ্ভূত লাখ লাখ মানুষের বসবাস থাকায় বড় পর্দায় খেলা উপভোগ বা পার্টি করার সময় যাতে কোনও ধরনের সংঘাতের ঘটনা না ঘটে সেজন্য এই বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালকে হারানোর পর মরক্কান সমর্থকদের বিজয় উদযাপনের সময় ফ্রান্সের কয়েকটি অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশ মোতায়েনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়।
বাংলাপেইজ/এএসএম