শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রযাত্রাকে নিয়ে কোনো অপশক্তিকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না । একাত্তর এবং পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে নির্যাতন-নিপীড়ন চালায়। ২০০৪ সালের ২১ আগস্ট পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ করার ষড়যন্ত্র হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ঢাকা কলেজে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ফায়দা লুটে দেশের মানুষের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এসব জরাজীর্ণতা পেছনে ফেলে স্বাধীনতার পক্ষের শক্তিই বাংলাদেশকে সামনের দিকে ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে। যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না।’
বাংলাপেইজ/এএসএম