Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকটুইটারে গণছাঁটাইয়ে মাস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইইউ

টুইটারে গণছাঁটাইয়ে মাস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইইউ

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সাম্প্রতিক গণছাঁটাইয়ের জেরে কোম্পানির নতুন মালিক ও বিশ্বের সাবেক শীর্ষ ধনী ইলন মাস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপ মহাদেশভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ কমিশনার ভেরা জৌরোভা জানিয়েছেন, মাস্ক যদি টুইটারে তার যথেচ্ছাচার অব্যাহত রাখেন, তাহলে ইইউয়ের সংবাদপত্রের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হবে ইউরোপীয় ইউনিয়ন।

যদি একবার এই নিষেধাজ্ঞা জারি হয়, সেক্ষেত্রে ইইউ জোটের সব সদস্যরাষ্ট্রে নিজের পুরো বাজার হারাবে টুইটার।

শুক্রবার এক টুইটবার্তায় ভেরা জৌরোভা বলেন, ‘টুইটারে সাম্প্রতিক গণছাঁটাইয়ের সংবাদে আমরা উদ্বেগ বোধ করছি। ইইউর ডিজিটাল সার্ভিস আইনে সংবাদপত্রের স্বাধীনতা ও সংবাদকর্মীদের মৌলিক অধিকারকে সম্মান জানানো হয়েছে। পরে সংবাদপত্রের স্বাধীনতা আইনেও এ দুটি বিষয় গুরুত্ব দিয়ে সংযুক্ত করা হয়েছে।’

‘ইলন মাস্ক ইতোমধ্যে যাবতীয় রেড লাইন পার করে ফেলেছেন, এখন সামনে অপেক্ষা করছে কেবল নিষেধাজ্ঞা। ইইউ মনে করে, এখন থেকেই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত হবে মাস্কের।’

প্রায় ছয় মাস নানা নাটকীয়তার পর গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ বিশ্বের সাবেক শীর্ষ ধনী ইলন মাস্ক। সে সময় এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমটির কর্মীসংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন।

সূত্র : এএফপি

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments