কলিন ডি গ্র্যান্ডহোম ও ক্রিস লিনের ব্যাটে লড়াইয়ের ১৩৯ রানের পুঁজি পেয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্নছড়া ছিল সিডনি থান্ডার। সব উইকেট হারিয়ে দলটির সংগ্রহ মাত্র ১৫ রান!
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড এটিই। অ্যাডিলেডের লড়াইয়ের স্বল্প পুঁজি পেয়ে জিততে পারেনি অ্যালেক্স হেলস-রাইলি রুশোরা। উল্টো লজ্জাজনকভাবে ১২৪ রানে হেরেছে সিডনি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স বিপক্ষে সিডনি থান্ডার ১৫ রানে অল আউট হয়েছে। অবশ্য দলীয় এই স্কোরে সর্বোচ্চ চার রান এসেছে ব্রেন্ডন ডগেটের ব্যাট থেকে।
ব্যাটার রাইলি রুশো করেছেন ৩ রান ও আলেকজান্ডার ইয়ান রস করেছেন ২ রান। ড্যানিয়েল রিচার্ড সামস ও অলিভার ডেভিসের রানের সংখ্যা ১। এছাড়া ৫ জন ব্যাটসম্যান শূন্য রানে সাজ ঘরের পথে হেঁটেছেন। ৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।
অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যানের জন্ম দিয়ে হেনরি টমাস রাফেল জেমস ইয়র্ক থর্নটন দুই ওভার ৩ বল করে ৩ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। একটি মেডেনে ছিল তার।ওয়েসলি অস্টিন আগার মাত্র দুই ওভার বল করে ৪টি উইকেট তুলে নিয়েছেন। ম্যাথিউ উইলিয়াম শর্ট নিয়েছেন ১ উইকেট। ইনিংসটির স্থায়িত্ব ছিল মাত্র ৩৫ বলের। অ্যাডিলেড স্ট্রাইকার্স টি-২০ ম্যাচটিতে জয় তুলে নিয়েছে ১২৪ রানে।
২০ ওভারের ক্রিকেটে এই প্রথম ২০ রানের নিচে গুটিয়ে গেল কোনো দল। আগের রেকর্ড ছিল ২১, আর সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেরই সর্বনিম্ন। ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের জবাবে অমন অভিজ্ঞতা হয়েছিল তুরস্কের।
এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলেছে অ্যাডিলেড। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্রিস লিনের ব্যাট থেকে। আর ২৪ বলে ৩৩ রান করেছেন কলিন ডি গ্র্যান্ডহোম।
বাংলাপেইজ/এএসএম