মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগের পুলিশ স্মৃতিস্তম্ভে বাংলাদেশ পুলিশ, র্যাব, ডিএমপিসহ পুলিশের বিভিন্ন ইউনিট শ্রদ্ধা নিবেদন করেছে। এ ছাড়াও বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থার সদস্যরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করেছে।
রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার সকালে রাজারবাগ স্মৃতিসৌধে পুলিশের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ সময় সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার দিয়ে বীর শহিদদের সম্মান জানান।
সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইটের নামে রাজারবাগ আক্রমণ করলে পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এ রাজারবাগ থেকেই প্রথম সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছিল। তাই আমাদের কাছে এ জায়গাটি অত্যন্ত পবিত্র। ওই রাতেই রাজারবাগে ৭৮ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও স্বাধীনতাযুদ্ধে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য শাহাদাত বরণ করেছেন।
এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মো. মনিরুল ইসলাম। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগমসহ পুলিশের অন্যান্য ইউনিট শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরীও শহিদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাপেইজ/এএসএম