Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমেসি বন্দনায় মুখর বিশ্ব গণমাধ্যম

মেসি বন্দনায় মুখর বিশ্ব গণমাধ্যম

৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতল আর্জেন্টিনা। ক্যারিয়ারের সব কিছু ছিল। শুধু ছিল না স্বপ্নের বিশ্বকাপ। সেটা পূর্ণ করলেন লিওনেল মেসি। সর্বসেরাদের কাতারে নাম লেখানোর পাশাপাশি ভক্তদের হৃদয়ে অমরত্বও লাভ করলেন।

রোববার ফ্রান্সকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ইতিহাস গড়া এই বিশ্বকাপ জয়ে মেসির প্রশংসা চলছে পুরো বিশজুড়ে। অনেকেই তাকে বলছেন, সর্বকালের সেরা। অনেকে বলছেন, বর্তমান সময়ের সেরা। এমন তারকার বন্দনায় মুখর বিশ্ব মিডিয়াও।

মেসিদের বিশ্বকাপ জয়ের পর পুরো আর্জেন্টিনা জুড়ে এখন আনন্দ-উৎসবের ক্ষণ। বিশ্ব মিডিয়াও এই মুহূর্তগুলোকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর্জেন্টিনার নতুন প্রজন্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসিকে স্যালুট জানাতে কোনো গণমাধ্যমই ভুল করেনি।

মেসির বিশ্বকাপ ট্রফি হাতে তোলা সতীর্থদের সাথে ছবিটি বিশ্বের সব নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব দৈনিকের প্রথম পাতায় শোভা পাচ্ছে।

আর্জেন্টিনার শীর্ষ দৈনিক ডেইলি লা ন্যাসিওনের হেডলাইন ছিল, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল’, আরেক দৈনিক ক্লারিন একে ‘অবিস্মরণীয়’ ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছে। স্পোর্টস ডেইল ওলের হোমপেজে লেখা হয়েছে, ‘আমরা বিশ্ব্চ্যাম্পিয়ন’।

ব্রিটেনে দ্য টাইমস তাদের প্রথম পাতায় লিখেছে, ‘সর্বশ্রেষ্ঠ একটি ফাইনালে আধুনিক মাস্টারদের যুদ্ধে জয়ী হয়েছে মেসি।’ পত্রিকাটির ক্রীড়া পাতায় মেসিকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

দ্য মিরর তাকে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ বলতে দ্বিধা করেনি। দ্য সান লিখেছে, ‘বিশ্বকাপ এখন ঈশ্বরের হাতে।’ জার্মানীতে সুডাচে জেইটাংয়ের হেডলাইন ছিল, ‘মেসির জন্য এটা ঈশ্বরের পা।’

ব্রাজিলেও সব দৈনিকে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘মেসি শেষ পর্যন্ত অমর একটি ফাইনালের শিরোপা জিতে নিল।’ স্প্যানিশ এল পেইস দৈনিকে লেখা হয়েছে, ‘মেসি ফাইনালের ফাইনাল শিরোপা জয় করেছে।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments