Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্ত সুরক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবিকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ও বিজয়ের আদর্শ থেকে বিচ্যুত হয় বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির পিতা সাড়ে তিন বছরের মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। সংবিধান সংশোধন করে সীমানা ঠিক করে দিয়েছিলেন। ৭৫ সালের পর কোনো সরকার সীমান্ত এলাকা সুনির্দিষ্ট করতে পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি।

এ সময় ২০০৯ সালের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন। এ ধরনের ঘটনা যেনো আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত স্মার্ট বাংলাদেশ। আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাই সবাইকে সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments