পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কেন্দ্র দখলে নেওয়ার তিন দিন পর অভিযান চালিয়ে সেন্টারটি দখলমুক্ত করেছে দেশটির দুটি বিশেষ বাহিনী।
মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৩৩ জন সন্দেহভাজন জঙ্গি এবং সামরিক বাহিনীর দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
পাকিস্তানের জিওটিভি থেকে এসব তথ্য জানা গেছে। গত রোববার বান্নু জেলার সেনানিবাসের সিটিডি সেন্টারটি দখলে নেয় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। তারা কর্মকর্তাদের জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয়।
ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগের সিটিডি কম্পাউন্ড মূলত একটি বিশেষ কারাগার। গ্রেফতার জঙ্গিদের এখানে রাখা হয়।
গত রোববার বন্দিদের একজন এক নিরাপত্তারক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিরা কম্পাউন্ডটির নিয়ন্ত্রণ নেন। তারা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে জিম্মি করেন। জঙ্গিরা নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি করেছিলেন।
বাংলাপেইজ/এএসএম