দুইদিনে বদলে গেল দৃশ্যপট। মেট্রোরেলে নেই ভিড়। বড় সড়কগুলো এখন ফাঁকা। বিশ্বকাপ শেষে কাতার এখন প্রায় জনশূন্য!
মিডিয়া সেন্টারে প্রবেশ করতে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা ছিল। সেই মিডিয়া সেন্টারে এখন কোনো স্ক্যানিং বা সিকিউরিটি চেক নেই। ১৮ ডিসেম্বর রাত থেকেই এই চিত্র সেখানে।
আজ ২১ ডিসেম্বর মিডিয়া সেন্টার কার্যক্রমের শেষ দিন। ফাইনালের পরের দিন থেকেই শুরু হয়েছে টিভি, মনিটর সরানোর কাজ। এক মাস সাংবাদিকরা এই মিডিয়া সেন্টারে রাত-দিন কাটিয়েছেন। গত দুই দিন এখানে এসেছেন হাতে গোনা কয়েকজন। সবাই যাওয়ার সময় এখানকার শেষ স্মৃতি ধরে রাখছেন।
ফাইনালের পরদিন থেকে দর্শকরা বাড়িতে ফিরে যাচ্ছেন। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ততা একটু বেশি। বিমানবন্দরে ফিফা বিশ্বকাপের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সেটাও শেষ হচ্ছে আজ রাতে।
বাংলাপেইজ/এএসএম