মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বর্ষাজনিত বন্যায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে বাস্তচ্যুত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। পরে তাদের দুর্যোগ কবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বর্ষাকালীন বন্যায় কেলান্তান রাজ্যে ৩১ হাজারের বেশি মানুষ বাড়িঘর ফেলে অন্যত্র পাড়ি দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে খারাপ পরিস্থিতি দেশটির পাহাং, জোহোর ও পেরাক প্রদেশে। প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় এসব অঞ্চলে আটকা পড়েছেন অনেক মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে, যাদের উদ্ধারে দিনরাত চলছে তৎপরতা।
আইকে