২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গা হয়েছিল। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত কমিটি। তাই তাকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শুক্রবার ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তে কংগ্রেসের গঠিত কমিটি এই ধারণের প্রতিবেদন জমা দিয়েচে। সেখানেই কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন বলেন, ‘আমাদের দেশ বর্তমানে এমন অবস্থানে নেই, যেখানে যাবতীয় গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো একজন পরাজিত প্রেসিডেন্ট যা খুশি তা করবেন এবং সংঘাত উস্কে দেবেন। আমরা সেই অবস্থান থেকে অনেক অনেক দূরে সরে এসেছি।’
ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাপিটল হিলে দাঙ্গার উসকানিদাতার সামরিক বাহিনী, পররাষ্ট্র ও বেসামরিক প্রশাসনসহ যুক্তরাষ্ট্রের যাবতীয় সরকারি ক্ষেত্রে যেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়— সে সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। সেই সঙ্গে চরমপন্থী কোনো ব্যক্তি বা তার সমর্থকরা যে নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য দেশের নির্বাচনী আইন সংস্কার করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে কংগ্রেসের এই প্রতিবেদন জমা পড়ার পর শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে কংগ্রেসের এই প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে বলেছেন, তিনি প্রতিপক্ষ ডেমেক্রেটিক পার্টির নেতৃত্বের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন।
পরাজিত হওয়ার পর থেকেই ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিলেন। এমনকি নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী ওয়াশিংটনসহ একাধিক অঙ্গরাজ্যের আদালতে কয়েকটি মামলাও করেছিলেন তিনি। কিন্তু সেসবের তিনি পরাজিত হন তিনি।
বাংলাপেইজ/এএসএম