রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়েছে ইউক্রেন। তাদের এই যুদ্ধে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এরমধ্যে রয়েছে জার্মানিও। এখন জার্মানির কাছে অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক চাচ্ছে কিয়েভ। তবে তাদের এ ট্যাংক দেওয়ার বিরুদ্ধে মত দিয়েছে দেশটি বেশিভাগের মানুষ।
ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়া নিয়ে একটি জরিপ চালায় দেশটির বার্তাসংস্থা ডিপিএ। এ জরিপে অংশ নেন ২ হাজার ৭৫ জন।
জরিপটি পরিচালনাকারী সংস্থা ইউগোভ জানিয়েছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বলেছেন, তারা চান না ইউক্রেনকে এ ট্যাংক দেওয়া হোক। লিওপার্ড-২ ট্যাংককে জার্মানির সামরিক প্রযুক্তির আইকন হিসেবে ধরা হয়।
জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়ার পক্ষে মত দিয়েছে। আর বাকি ২২ শতাংশ সরাসরি হ্যাঁ বা না বলেননি।
সূত্র: এমএসএন নিউজ
বাংলাপেইজ/এএসএম