Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন

বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদের ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) ইলেকশন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।

এর আগে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ হারুনুর রশীদ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিএনপির সাত এমপি পদত্যাগ করার ঘোষণা দেন। এর পরদিন রোববার (১১ ডিসেম্বর) সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের জমা দেন বিএনপির পাঁচ এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুজন সেদিন উপস্থিত না থাকায় স্পিকার ছয়জনের আবেদন গ্রহণ করেন। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

তার ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত নারী আসন-৫০ ছাড়া অন্য পাঁচটি (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments