বিশ্বনাথ প্রতিনিধি:: ‘‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লীমাতা রওশন এরশাদ এমপি’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে শতাধিক এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র (সুয়েটার) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও নহিবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি ও সিলেট ২ আসন বিশ্বনাথ ও ওসমানীনগর আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শিউলী আক্তার। বক্তব্যে তিনি বলেন, পল্লীবন্ধু সাবেক প্রেসিডেন্ট হোসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া রাজনৈতিক দল জাতীয় পার্টি দীর্ঘকাল থেকে অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের কল্যাণে কাজে করে যাচ্ছে।
শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। পল্লীমাতা রওশন এরশাদের চিন্তাচেতনায় আমিও সবসময় অসহায়দের পাশে রয়েছি, তাদের সাথে আজীবন থাকতে চাই। দুই একদিনের মধ্যে আবারও উপজেলার সবকটি ইউনিয়নে গরীব-অসহায় ও শীর্তার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা হাবীবুল্লাহ খান, মাওলানা মাসুম বিল্লাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রফিক আহমদ, রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় পার্টি নেতা রহমত আলী ভরসা, রুহুল আমিন, আতাউর রহমান, শামিম আহমদ, ইউনুছ আলী, আব্দুর রশিদ প্রমুখ।