আর মাত্র কয়েক ঘন্টা। তারপর চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। শুরু দিকে পরিপূর্ণভাবে মেট্রোরেল চলবে না। ধীরে ধীরে পরিপূর্ণভাবে চালু হবে। তাই আজ ঘিরে নানা আয়োজন। মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য থাকছে বাড়তি সুবিধা।
সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে উত্তরার দিয়াবাড়িতে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, যাত্রীদের ওঠা-নামা ও আসনে বসা— এসব বিষয়ে অভ্যস্ত ও পরিচিত করাতে প্রথমদিকে স্টেশনে ট্রেন কিছুটা বাড়তি সময় দাঁড়াবে। পরে ট্রেনের সংখ্যা বাড়বে এবং স্টেশনে দাঁড়ানোর সময় কমে যাবে।
শুরুতে সব স্টেশনে মেট্রোরেল থামবে না। শুরুর স্টেশন উত্তরা উত্তর থেকে ছেড়ে ট্রেনটি পল্লবী গিয়ে থামবে। এরপর না থেমে আগারগাঁও চলে যাবে। মাঝের স্টেশনগুলোতে ট্রেন থামানোর কার্যক্রম শুরু হবে পরে।
ডিএমটিসিএল প্রকল্পে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে কমিউনিকেশন বেইজড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লক্ষ্যে অটোমেটিক ট্রেন অপারেশন (এটিও), অটোমেটিক ট্রেন প্রটেকশন (এটিপি), অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ও মোভিং ব্লক সিস্টেম (এমবিএস) অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য সিনক্রোনাইজড প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (ডিএসডি) অ্যান্ড ট্রেন ডোর এবং ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। আপৎকালীন সময়ে ট্রেন থেকে বের হওয়ার জন্য জরুরি বহির্গমন দরজা রাখা হয়েছে। মেট্রো স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং ট্রেনে অনাকাঙ্ক্ষিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার ও ওয়াটার হাইড্রেন্ট সংযোজনের ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাপেইজ/এএসএম