Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাআপনাকে চিরকাল মনে থাকবে: বাংলাদেশের অধিনায়ক

আপনাকে চিরকাল মনে থাকবে: বাংলাদেশের অধিনায়ক

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। আজ ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

শুক্রবার রাতে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন পেলেই একমাত্র ফুটবলার যিনি ৩ বার বিশ্বকাপ ট্রফি জিতেছেন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। আপনাকে চিরকাল মনে থাকবে. (1940-2022 (82 বছর)’

পেলে এতদিন ধরে তার বড় মেয়ে অবশ্য তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলে দাবি করে আসছিলেন। অসুস্থতার কারণে হাসপাতালেই বড়দিন উদযাপন করেছে পেলের পরিবার। এর ৪ দিন পর পৃথিবী ত্যাগ করলেন ফুটবল জগতের এ মহাতারকা।

সারা বিশ্বে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে অন্যতম অবদান পেলের। তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ( ১৯৫৮, ৬২ ও ৭০)। এছাড়াও দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাও হয়েছেন এ কিংবদন্তি।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments