ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। আজ ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগিজ যুবরাজ ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার রাতে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, ‘আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি ব্রাজিলের জন্য, বিশেষ করে এডসন আরান্টেস ডো ন্যাসিমেন্টোর পরিবারের প্রতি। চিরকালের রাজা পেলেকে শুধু ‘বিদায়’ পুরো ফুটবল বিশ্ব এখন যে ব্যথা গ্রহণ করছে, তা প্রকাশ করার জন্য যথেষ্ট হবে না। কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা, গতকাল, আজ এবং চিরকালের জন্য একটি রেফারেন্স।’
পেলের সঙ্গে রোনালদোর রয়েছে নানা ধারণের স্মৃতি। এইতো কয়দিন আগেই কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে অশ্রুসজল চোখে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
https://www.facebook.com/photo?fbid=764187861734423&set=a.322648365888377
রোনালদোর আবেগময় সেই স্ট্যাটাসে কমেন্ট করেন ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বছর বয়সী ব্রাজিল ফুটবল কিংবদন্তি রোনালদোকে বন্ধু আখ্যা দিয়ে লেখেন, ‘আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধন্যবাদ, আমার বন্ধু।’ সর্ম্পক অনেক পুরোনো।
পেলের প্রতিভালোবাসা দেখিয়ে রোনালদো আরও লিখে, ‘তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে। রাজা পেলে শান্তিতে থাকুন।’
বাংলাপেইজ/এএসএম