সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্ত।
দিল্লি থেকে বাড়ি ফেরার সময় উত্তরখন্ডের রুরকির কাছে তিনি গাড়ি দুর্ঘটনার শিকার হন। নিজেই তার মার্সিডিজ গাড়ি চালাচ্ছিলেন পান্ত।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, পান্তের কপালে ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার দেহাত স্বপ্না কিশোর সিং।
সাকশাম হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সুশীল নাগর জানান, বর্তমানে পান্তের অবস্থা স্থিতিশীল। তাকে ম্যাক্স দেরাদুনের হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পান্তের গাড়ি রাস্তার ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে গুরুতর আহত পান্তকে দিল্লি রোডের সাকশাম হাসপাতালে নেওয়া হয়।
আইকে