Tuesday, October 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিনির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় বিএনপি : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় বিএনপি, সরকার পরিবর্তন করতে চায়, যা কখনো সম্ভব নয়। এমনটাই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন। ক্ষমতায় যেতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে পৌর আওয়ামী লীগের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতা মানে না তারা আজও বিদেশে বাংলাদেশের বদনাম করে, যাতে দেশের উন্নয়ন না হয়। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র-সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র ও সাবেক সহ-সভাপতি মো. রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments