বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আগামী ১০ জানুয়ারি সারাদেশে ৪ ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।
তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে, গণমিছিলে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিকেলে পৌনে ৩টায় নয়াপল্টন থেকে এ গণমিছিল বের করে দলটি।
আইকে