বিএনপি নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, ধ্বংস করে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, অর্থ পাচার করেছে।
সারা ঢাকা আজ মিছিলের মহানগরী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আজ প্রস্তুত আছে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে, বোমাবাজদের বিরুদ্ধে আজ প্রস্তুত আছে আওয়ামী লীগ।
এ সময় মিথ্যাচারের জন্য জনগণ আর বিএনপিকে ভোট দেবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আইকে