বিশ্বের বৃহৎ শক্তিগুলোর চাপসহ নানান প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক বজায় রাখায় বাংলাদেশ, ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং।
বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তবে ভাষণে রোহিঙ্গা সংকট নিরসনে কিছুই বলেননি সেনাপ্রধান।
এদিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বৌদ্ধভিক্ষু আশিন উইরাথুকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে জান্তা সরকার। মিয়ানমারের ঐক্যের জন্য অসামান্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হয়।
আইকে