Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকঅ্যাপোলো-৭ মহাকাশ মিশনের কানিংহাম মারা গেছেন

অ্যাপোলো-৭ মহাকাশ মিশনের কানিংহাম মারা গেছেন

অ্যাপোলো-৭ মহাকাশ মিশনের সদস্য ওয়াল্টার কানিংহাম ৯০ বছর বয়সে মারা গেছেন। পৃথিবীর কক্ষপথ থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়া প্রথম মিশন ছিল এই অ্যাপোলো-৭।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে মারা যান কানিংহাম। এই মিশনে অংশ নেয়া মহাকাশচারীদের মধ্যে তিনি একাই বেঁচে ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাসা একটি বিবৃতি দিয়ে কানিংহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে তা বিবৃতিতে বলা হয়নি।

তাৎক্ষণিক কানিংহামের পরিবারের পক্ষ থেকেও কিছু স্পষ্ট করা হয়নি। কানিংহাম ১৯৬৮ অ্যাপোলো-৭ মিশনে থাকা তিনজন মহাকাশচারীর মধ্যে একজন ছিলেন। ১১ দিন ধরে মহাকাশ থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে এই মহাকাশযান। এই সময় টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়েছিল।

অ্যাপোলো-৭ মিশনে কানিংহামের সঙ্গী ছিলেন মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ওয়াল্টার এম শিরা এবং বিমানবাহিনীর মেজর ডন এফ আইজেল। কানিংহাম ছিলেন স্পেস ফ্লাইটের লুনার মডিউল পাইলট। নাসা বলেছে কানিংহাম, আইজেল এবং শিরা একটি নিখুঁত মিশন সম্পাদন করেছিলেন।

কানিংহামের জন্ম আইওয়া অঙ্গরাজ্যের ক্রেস্টনে। ক্যালিফোর্নিয়ায় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পড়াশোনা করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। একই স্থান থেকে ডক্টরেট শেষ করে নাসাতে যোগদান করেন কানিংহাম। তাকে যখন অ্যাপোলো-৭ মিশনের জন্য বাছাই করা হয়, তখন তিনি বেসামরিক ছিলেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments