Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশএবারের ইজতেমায় সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের ইজতেমায় সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আর বলেন বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করবে। কোনো সমস্যা হবে না। বিদেশি মেহমানদের জন্য বিলগত বছরের তুলনায় এবার আরো সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিটসহ র‌্যাব ও সেনাবাহিনী থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রশাসনের গৃহীত ব্যবস্থা ও বাস্তবায়ন নিয়ে উপস্থাপনা পেশ করেন। এতে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন দফতর, সংস্থা ও অধিদফতরের প্রতিনিধি, ইজতেমার আয়োজক শীর্ষক অন্যান্যরা অংশ নেন।

উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মাওলানা যোবায়েরপন্থী মুসল্লিরা অংশ নেবেন। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন সাদপন্থী মুসল্লিরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments