Sunday, November 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলাইফ স্টাইলরাজধানী বাসীর শীতের কাঁপুনি আর কয় দিন

রাজধানী বাসীর শীতের কাঁপুনি আর কয় দিন

ঘন কুয়াশা আর শীতের মধ্যে কাটছে সারাদেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পড়েছে গতকাল। আর সাথে রয়েছে শৈত্যপ্রবাহ। গত কয়েক বছরে এত শীত অনুভূত হয়নি বলে জানিয়েছেন রাজধানীর মানুষরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। তবে ঢাকার আশপাশের কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই-এক দিন শীতের তীব্রতা এমনই থাকতে পারে। মাঝে তাপমাত্রা কিছুটা বেড়ে আবার তা কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, গত কয়েক দিনের মতো আগামীকালও দেশের বেশির ভাগ এলাকাজুড়ে তীব্র শীত থাকতে পারে। কুয়াশার কারণে রোদ আসতে না পারায় তাপমাত্রা বাড়ছে না। কুয়াশা কাটলে শীত কমে আসবে।

শীতের কাঁপুনি বেশি অনুভূত হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, দেশে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকছে। এছাড়া সাধারণত শীতকালে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকলে শীতল বাতাস বাধা পায়। চার দিন ধরে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমেছে। ফলে উত্তরাঞ্চল দিয়ে শুষ্ক ও শীতল বাতাসের প্রবাহ বেড়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments