এবার ঢাকায় আসলেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। কাতে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেনবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কয়দিন আগেই চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ছিন গ্যাং।
সোমবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক শুরু হয়।
ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই যাত্রাবিরতি করছেন।
গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এরপর এটিই তার প্রথম বিদেশ সফর।
বাংলাপেইজ/এএসএম