ছুটির সময় সময় নিজের মতো করে সময় কাটান। এই সময় কোনো ছুটি থাকা কর্মীকে বিরক্ত করলে শাস্তির বিধান রাখা হয়েছে ভারতের একটি প্রদেশে।
তারা কিন্তু ভারতের একটি প্রযুক্তি কোম্পানি নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। যদি ওই কোম্পানির কোনো কর্মী ছুটিতে যায় তাহলে তার কাজ করার জন্য তাকে অন্য কোনো সহকর্মী ফোন, ইমেইল কিংবা এসএমএস দিতে পারবেন না। ছুটির সময় সহকর্মীকে ফোন দিলে গুনতে হবে লাখ টাকা জরিমানা।
মুম্বাইয়ে ‘ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম’ নামের কোম্পানি কর্মীদের জন্য চালু হয়েছে নতুন এক নিয়ম। যে নিয়মে, অধস্তন বা সহকর্মী ছুটিতে থাকলে তাকে ফোন করে বিরক্ত করতে পারবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। করলেই লাখ টাকা জরিমানা।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ভাবিত শেঠ বলছেন, ‘বছরে এক বার এক সপ্তাহের জন্য অফিস আপনাকে ভুলে যাবে। আপনি অখণ্ড অবসর উপভোগ করে আবার তরতাজা হয়ে কাজে ফিরে আসুন। এটাই আমাদের মন্ত্র। কাজ করতে গিয়ে দেখেছি, এতে খুব সুবিধা হয়।’
পাশাপাশি তিনি জানিয়েছেন, ফোন করলেই জরিমানা করে কর্মীদের অখণ্ড অবসর উপভোগ করার রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এতে অফিসে নির্দিষ্ট ব্যক্তিনির্ভরতা কমানো যাবে বলে মনে করেন ভাবিত।
সূত্র: এনডিটিভি
বাংলাপেইজ/এএসএম