Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআর্জেন্টিনার ক্লাবের প্রস্তাব পেয়েছেন দেশের দুই ফুটবলার

আর্জেন্টিনার ক্লাবের প্রস্তাব পেয়েছেন দেশের দুই ফুটবলার

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন। এবার তিনি নজর কেড়েছেন আর্জেন্টিনা তৃতীয় বিভাগ লিগের ক্লাব সোল ডে মায়োর। লাতিন আমেরিকার দেশটির ক্লাবটি থেকে খেলার আমন্ত্রণ পত্র পেয়েছেন তপু। তবে সেখানে খেলানোর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেনি দেশসেরা ডিফেন্ডার।

মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমকে তপু বলেন, ‘বেশ কিছুদিন আগেই আমি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। সোল ডে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রথম আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। কারণ, আমি তো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।’

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সোল ডে মায়ো ক্লাবটি খেলে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে। তপু বর্মন জানিয়েছেন, ‘এখন ক্লাবটির প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে। মার্চে তাদের লিগ শুরু হওয়ার কথা। আমাকে অনেকেই বলছেন এই সুযোগ হাতছাড়া না করতে। কিন্তু আমি ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।’

দুই এক দিনের মধ্যেই বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে বৈঠকে বসবেন তপু। আর্জেন্টিনার ক্লাবকে এক সপ্তাহের মধ্যেই তার অবস্থান জানিয়ে দেবেন।

তপুর পাশাপাশি কিংসের দলের আরেক খেলোয়াড় মাহদুদুল হাসান কিরণও একই ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। তবে চলতি মৌসুমে কিংসের একাদশে সেভাবে সুযোগ পাননি কিংসের এই ফুলব্যাক। তবে গত মৌসুমে রহমতগঞ্জে অধিনায়কত্ব করা এই ফুলব্যাক তাই খানিকটা চমকেই গিয়েছেন এই প্রস্তাবে। তিনি বলেন‘এই মৌসুমে আমি সেভাবে খেলিনি। তারা হয়তো আমার গত বছরের পারফরম্যান্সই দেখেছে।’

এদিকে গতকাল বিকেলের পর থেকেই আলোচনায় আর্জেন্টিনা। জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই এল নতুন খবর, আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments