গ্যাসের দাম বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জানিয়েছে, চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে হবে বলে দেশে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার আবাসিকের রান্নার চুলা, যানবাহনের সিএনজি ও সার কারখানায় ব্যবহৃত গ্যাস ছাড়া সব ধরনের গ্যাসের দাম বাড়ানো হয়।
এরপর গণমাধ্যমে পাঠানো লিখিত বার্তায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই ব্যাখা দেয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক বিশেষ জ্বালানি পরিস্থিতিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সব ধরনের জ্বালানির মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে।
এছাড়া, জ্বালানি সংশ্লিষ্ট অন্য ব্যয়, যেমন বিমা খরচ, ঝুঁকি ব্যয়, ব্যাংক সুদ, মার্কিন ডলারের বিপরীতে টাকা দুর্বল হওয়ায় সামগ্রিকভাবে জ্বালানি খাতে ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
আইকে