ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে আরও দুই মুসল্লি মারা গেছে। তারা হলেন- গাইবান্ধার মৃত শুকর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৬০)।
এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে মোটে তিনজন মুসল্লি মারা গেলেন। গতকাল বৃহস্পতিবার শুরু দিনে রাত তিনটায় বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে আসা আব্দুল আলীর ছেলে বৃদ্ধ মফিজুল ইসলাম (৭৫) মারা যান। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এই নিয়ে মোটে তিনজনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
বাংলাপেইজ/এএসএম