দেশের আর্থিক সংকটের কারণে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প বাতিল করা হয়নি। এই সময়ে ইভিএম’র চেয়ে সরকার খাদ্য-চিকিৎসার মতো বিষয়গুলোকে প্রাধান্য বেশি দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় গুজব প্রতিরোধ, পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংসহ জেলা প্রশাসকদের মোট ২৫ দফা নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
প্রথা অনুযায়ী, জেলা পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রস্তাব, আলোচনা আর সমন্বয় করতে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। এবারও ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী এ আয়োজন।
এসময় আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাকালে জেলা প্রশাসকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন শেখ হাসিনা।
জানা গেছে, এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।
আইকে