Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিককোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত মুসলিম বিশ্বে

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত মুসলিম বিশ্বে

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে।

ইয়েমেন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করেছেন হাজার হাজার মানুষ। সুইডেনের পতাকা পুড়িয়েও প্রতিবাদ জানান তারা।

এরই মধ্যে কোরআন অবমাননার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কুয়েত ও তুরস্ক।

সোমবার (২৩ জানুয়ারি) ইয়েমেনের সানায় ইসলামিক অ্যাকশন ফ্রন্টের আহ্বানে রাজপথে নামে হাজার হাজার মানুষ।
সুইডেনের সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। সেখানে সুইডেনের পতাকা পোড়ায় ক্ষুব্ধ জনতা।

প্রসঙ্গত, শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কট্টর ডানপন্থী নেতা রাসমুস পালুদানের নেতৃত্বে আগুন দেয়া হয় পবিত্র কোরআন শরীফে। যা নিয়ে উত্তেজনা তৈরি হয় তুরস্ক-সুইডেন সম্পর্কে।

আঙ্কারা বলছে, ইসলামোফোবিয়া ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ, পাকিস্তানসহ মুসলিম দেশগুলো।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments