Thursday, December 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের সামনে পাত্তাই পেল না আর্জেন্টিনা।

প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে এক গোল হজম করে ব্রাজিলের কাছে ৩–১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল।

ব্রাজিলকে ম্যাচের ৮ মিনিটে গোল এনে দেন করিন্থিয়ান্স মিডফিল্ডার গিয়ের্মে বিরো।

ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু আলবিসেলেস্তে অধিনায়ক ও অ্যাটাকিং মিডফিল্ডার জিনো ইনফান্তিনোর স্পটকিক রুখে দেন ব্রাজিলের গোলকিপার মাইকায়েল।

এরপর ৩৬ মিনিটে একক নৈপুণ্যে গোল করেন জানুয়ারির শুরুর দিকে চেলসিতে যোগ দেয়া মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর্জেন্টিনার লাউতারো দি লোলো ফাউল করেন ব্রাজিলের ভিক্টর রকিকে। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩–০ করেন রকি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন ডেভিড গঞ্জালেস। ৩-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা।

কলম্বিয়ায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ।

এই আসরে একই গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনার যুবাদের কোচের দায়িত্বে আছেন সাবেক তারকা ফুটবলার হাভিয়ের মাচেরানো।

২ ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপের দুই নম্বরে উঠলো ব্রাজিল (২ ম্যাচে ৬ পয়েন্ট)। ২ ম্যাচ খেলে জয়শূন্য আর্জেন্টিনা আছে চারে (০ পয়েন্ট)। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments